মেহেরপুর অফিস: মেহেরপুরে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় ৫ মোটরসাইকেল মালিকসহ ৮টি মামলা দ দায়ের করা হয়েছে। সরকার ঘোষিত লকডাউন চলাকালে মেহেরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার এসব মামলা দায়ের করা হয়।
জানা গেছে, এদিন সকাল থেকে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় মেহেরপুর ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় চালকের হেলমেট ও গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় মোট ৮টি মামলা দায়ের করা হয়। মেহেরপুর ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর কবীর জানান, চালকের হেলমেট না থাকাসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকার কারণে মামলা দায়ের করা হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ