স্টাফ রিপোর্টার: বালু বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় ফরজ আলী (৬২) নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহত ফরজ আলীর বাড়ি মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে। বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর-মহাজনপুর সড়কের যতারপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রের বরাত দিয়ে সদর থানার ওসি শাহ দারা খান জানান, ফরজ আলী বাই সাইকেলযোগে স্থানীয় মাঠের পানের বরজে কাজ করার জন্য যাচ্ছিলেন। যতারপুর ব্রিজ এলাকায় পৌঁছানো মাত্রই বালি বোঝাই ট্রাক (ড্রাম্পার) তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে পড়ে মারাত্মক আহত হন। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়ার পথে আমঝুপির মধ্যে মারা যান তিনি। ড্রাম ট্রাকটি পালিয়ে গেছে।