মেহেরপুর অফিস: গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে আরও দুজন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় বর্তমানে মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর সংখ্যা ৭৮ জন। নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন মেহেরপুর গাংনী উপজেলা একজন ও মুজিবনগর উপজেলার একজন। গতকাল রোববার রাত ৮টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিসসূত্রে আরও জানা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা শেষে গতরাতে নতুন ৩৭ জনের ফলাফল মেহেরপুর পৌঁছায়। যার মধ্যে দুজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ৩ হাজার ৬৬২ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৫১৭ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৪২৯ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ২৪১ জন, গাংনী উপজেলায় ১৫২ জন এবং মুজিবনগর উপজেলায় ৩৬ জন রয়েছেন। এছাড়া মারা গেছেন ১৩ জন। বাকি চিকিৎসাধীন ৭৫ জনের মধ্যে সদরে ২৬ জন, গাংনীতে ৩৩ জন এবং মুজিবনগরে ১৬ জন রয়েছেন। মারা যাওয়া ১৩ জনের মধ্যে সদর উপজেলার ৭ জন, গাংনী উপজেলার ৫ জন এবং মুজিবনগর উপজেলার একজন রয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ