মেহেরপুর অফিস : মেহেরপুর জেলায় আরো ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাত-১০ টায় মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এনিয়ে মেহেরপুর জেলায় এ পর্যন্ত আক্রান্ত রোগির সংখ্যা হলো একশত ১২ জন।
নতুন আক্রান্তরা হলেন- মেহেরপুর শহরের ফৌজদারী পাড়ার সুজন, স্টেডিয়ামপাড়ার তৌহিদুল ইসলাম, গাংনী বিআরডিবি অফিসের মাঠকর্মী আশরাফুল আলম ও মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের আঞ্জুয়ারা খাতুন।
সিভিল সার্জন আরো জানান- কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পিপিআর ল্যাব থেকে ২০ টি নমূনা পরীক্ষার ফলাফল এসেছে। যার মধ্যে ৪ জনের দেহে করোনা পজেটিভ। তিনি আরো জানান- প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের বাড়িঘর লকডাউন করা হবে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ