মেহেরপুরে আরও দুজন করোনা আক্রান্ত
মেহেরপুর অফিস: গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে আরও দুজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিকে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর বর্তমান সংখ্যা ২৩ জন। নতুন আক্রান্ত দুজনই মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে আরও জানা যায়, ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ২০টি রিপোর্ট পাওয়া যায়। যার মধ্যে দুজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় পাঁচ হাজার ৬৮ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৭৩৭ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৬৩৬ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৩৪১ জন, গাংনী উপজেলায় ২১৯ জন এবং মুজিবনগর উপজেলায় ৭৬ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৮ জন।
চিকিৎসাধীন বাকি ২৩ জনের মধ্যে সদরে ১৬ জন, গাংনীতে তিনজন এবং মুজিবনগরে চারজন রয়েছেন। ট্রান্সফার্ড হয়েছেন ৬০ জন। যার মধ্যে সদর উপজেলার ৪৫ জন, গাংনী উপজেলার ১৩ জন ও মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন। মারা যাওয়া ১৮ জনের মধ্যে সদর উপজেলার ১০ জন, গাংনী উপজেলার ছয়জন এবং মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন।