মেহেরপুর অফিস: গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে আরও একজন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। এদিকে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর বর্তমান সংখ্যা ১৫জন। নতুন আক্রান্ত তিনজনের মধ্যে মেহেরপুর সদর উপজেলার দুইজন ও গাংনী উপজেলার বাসিন্দা একজন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিসসূত্রে আরও জানা যায়, ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ২২ জনের ফলাফল পাওয়া যায়। যার মধ্যে তিন জনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল নেগেটিভ। এ নিয়ে মেহেরপুর জেলায় চার হাজার ৫৪১ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৬৫৯ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৫৭৪ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৩০০ জন, গাংনী উপজেলায ২০৭ জন এবং মুজিবনগর উপজেলায় ৬৭ জন রয়েছেন।
এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৭ জন। চিকিৎসাধীন বাকি ১৫ জনের মধ্যে সদরে ৭জন, গাংনীতে ৪জন এবং মুজিবনগরে ৪জন রয়েছেন। রেফার হয়েছেন ৫৩ জন। যার মধ্যে সদর উপজেলার ৩৯ জন, গাংনী উপজেলার ১২ জন ও মুজিবনগর উপজেলার দুইজন রয়েছেন। মারা যাওয়া ১৭ জনের মধ্যে সদর উপজেলার নয়জন, গাংনী উপজেলার ছয়জন এবং মুজিবনগর উপজেলার দুইজন রয়েছেন।
এছাড়া, আরও পড়ুনঃ