মেহেরপুর অফিস ঃ মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনিকে টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক হিসেবে বদলী করা হয়েছে। পক্ষান্তরে মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব শহিদুল ইসলামকে মেহেরপুর জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।
এতথ্য জানার পর মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আতাউল গনি তার নিজের ফেসবুক পেজের মাধ্যমে তাকে টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুরের কৃতি সন্তান ফরহাদ হোসেন এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গায় রিপোর্ট আসেনি : মেহেরপুরে ২ ও ঝিনাইদহে নতুন শনাক্ত ৯ জন
এছাড়া, আরও পড়ুনঃ