গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় আছড়ে পড়ে খাদিজা খাতুন নামের ৪ বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৯জুন) সকাল ৮ টায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের আকুবপুর চটকাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু খাদিজা খাতুন আকুবপুর চটকাতলা এলাকার সেলিম হোসেনের মেয়ে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান.খাদিজা খাতুন বাড়ির পার্শে রাস্তা পার হওয়ার জন্য দাড়িয়ে ছিলো। এসময় মেহেরপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া শ্যামলী এন আর পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-৬০৬৭) তাকে ধাক্কা দেয়। আছড়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,দূর্ঘটনার পরপরই বাস নিয়ে পালিয়ে গেছে চালক। বাসটি জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ