জীবননগর ব্যুরো: ঢাকাস্থ জীবননগর থানা কল্যাণ সমিতির সভাপতি জীবননগর কাজিপাড়ার বাসিন্দা কাজি মনিরুজ্জামান লাভলুর নিকট চাঁদা দাবি করা হয়েছে। গতকাল রোববার বিকেলে তার মোবাইলে সর্বহারার মেজর জিয়া পরিচয়ে কল করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় তিনি থানাতে জিডি করবেন বলে জানিয়েছেন।
মরহুম কাজি মাহবুব হোসেন ওরফে মনো কাজির ছেলে কাজি মনিরুজ্জামান লাভলু একজন কৃতি ফুটবলার, বাফুফের তালিকাভূক্ত রেফারি ও ঠিকাদার ছিলেন। তিনি জীবননগর থানা মুক্ত কল্যাণ স্কাউটস নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পরিচালনা করতে। বর্তমানে তিনি রাজধানীতে বসবাস করেন। কাজি মনিরুজ্জামান লাভলু জানান, গতকাল বিকেলে ০১৭৪৫ ৭৮১০৭৬ নম্বর ব্যবহার করে তার নিকট মোবাইল করা হয়। বলা হয় সর্বহারা পার্টির মেজর জিয়া বলছি। মুক্ত কল্যাণ স্কাউটস আপনার। আমাদেরকে চাঁদা দিতে হবে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে জীবন নাশরে হুমকি দেয়া হয়। সর্বশেষ বলেন, লাখ লাখ টাকা চাঁদা দিতে হবে না। বিকাশ নম্বর দিচ্ছি ২০ হাজার টাকা দেন। এতে টাকাও তিনি দিতে অস্বীকার করেন এবং মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ঘটনায় থানায় তিনি জিডি করবেন বলে জানান।