মুসলিম ও বিরোধী দমনের বিল উত্থাপন : উত্তপ্ত লোকসভা

মাথাভাঙ্গা মনিটর: কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, বেকারত্ব সমস্যার সমাধান করতে না ইউপিএ সরকার পেরেছে, না এনডিএ সরকার। গতকাল সোমবার ভারতের যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ প্রসঙ্গে কথা বলতে গিয়ে লোকসভার অধিবেশনে এ কথা বলেন বিরোধী দলনেতা। এদিন বেলা ১১টায় লোকসভার অধিবেশন শুরু হয়। যেখানে বিরোধী দল কংগ্রেস মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনায় আলোচনার দাবি জানিয়ে বিক্ষোভ দেখিয়েছে। একই দিনে ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪-এর যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) প্রতিবেদনও লোকসভায় উপস্থাপিত হয়। প্রতিবেদন গ্রহণের পর বিলটি নিয়ে আরও বিতর্ক শুরু হবে বলে জানা গেছে। জেপিসি চেয়ারম্যান জগদম্বিকা পাল এবং প্যানেল সদস্য সঞ্জয় জয়সওয়াল প্রতিবেদন ও প্রমাণাদি সংসদের সামনে উপস্থাপন করবেন। লোকসভার এই অধিবেশন উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More