মাথাভাঙ্গা মনিটর: মালির পশ্চিমাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। গত পরশু শনিবার ধসে পড়া খনিটি অবৈধ ছিল, সেটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। পুলিশ জানায়, ‘স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টার দিকে খনিতে ধস নামে। সেখানে ৪৮জন মারা গেছেন। পানিতে পড়ে কারও কারও মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারীও আছেন। ওই নারীর পিঠে তার ছোট্ট শিশুটিও বাঁধা ছিল।’ স্থানীয় এক কর্মকর্তাও খনিধসের বিষয়টি নিশ্চিত করেছেন। ‘কেনিয়েবা গোল্ড মাইনার্স অ্যাসোসিয়েশন’ ৪৮জনের মৃত্যুর খবর জানিয়েছে। সেখানে এখনও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন একটি পরিবেশবাদী সংগঠনের প্রধান।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.