মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউপির ৭নং ওয়ার্ডে শনিবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ফুটবল মার্কা নিয়ে মো. মহিদুল ইসলাম ৬৯৪ ভোট পেয়ে বে-সরকারিভাবে ইউপি সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরগ মার্কা নিয়ে মো. শরিফুল ইসলাম ৬৮৬ ভোট পায়।
উল্লেখ্য, এবছর ৯ই জানুয়ারি মান্দারবাড়ীয়া ইউপির ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য মো. স্বপন হোসেন দুর্বৃত্তদের হামলায় নিহত হলে উক্ত পদ শুন্য হয়।