মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় ডুমুরতলা-তুলশিতলা রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রেক্সোনা পারভীন। সে উপজেলার পুরাতনকোলার আব্দুর রহমানের মেয়ে।
শিশুটি মায়ের সঙ্গে তার খালা বাড়ি একই উপজেলার ডুমুরতলা গ্রামের মসলেম উদ্দীনের বাড়িতে দাওয়াত খেতে আসে। খেলা করতে করতে সকলের অগোচরে রাস্তায় এলে এক মোটরসাইকেল আরোহী তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। লোকজন শিশুটিকে উদ্ধার করে প্রথমে মহেশপুর হাসপাতালে পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সে মারা যায়। কাজীরবেড় ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মহেশপুর থানার এসআই রশিদ জানান, তারা বিষয়টি শুনে খোঁজখবর নিচ্ছেন এবং আইনানুগ পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা নিচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মোটরসাইকেলআরোহী পলাতক ছিলেন।