মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে আবারও ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৯ জনে। গতকাল মঙ্গলবার সকালে তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। বিষয়টি মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমানারা বেগম নিশ্চিত করেন। তিনি জানান, নতুন করে আক্রান্তরা হলেন পোস্ট অফিসপাড়ার একজন, পান্তাপাড়া গ্রামের এক নারী ও গুড়দাহ গ্রামের একজন। তারা হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন। উল্লেখ্য, মহেশপুরে মোট ৬৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ৩ জন মারা গেছেন। ৩৬ জন সুস্থ হয়েছেন এবং ৩৩ জন চিকিৎসাধীন রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ