মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার সকালে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মান্দাবাড়িয়া মাঠপাড়ার রাশেদ আলীর ছেলে মামুন হোসেনকে (৩২) ১০১ পিস ইয়াবাসহ তার বসতবাড়ি থেকে আটক করা হয় এবং জলিলপুর মাঠপাড়ার খেদের আলীর ছেলে ফারুক হোসেনকে (৩৫) ৩শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। অভিযানে ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। এ ব্যাপারে মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।