মাথাভাঙ্গা মনিটর: ভারতের ব্যাঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে রামমূর্তি নগরের কেলকেরে লেকের কাছে ২৮ বছর ওই বয়সী বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহপরিচারিকার কাজ করতেন এবং গত বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা নির্জন এলাকায় তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ আরও জানিয়েছে, নিহত নারী বিবাহিত ছিলেন। তার স্বামী ব্যাঙ্গালুরু মহানগর পালিকার পরিচ্ছন্নতা-কর্মী হিসেবে কাজ করেন। তারা তিন সন্তানসহ শহরে বসবাস করতেন। ব্যাঙ্গালুরুর এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ধর্ষণের পর হত্যার শিকার ওই নারী বাংলাদেশি নাগরিক। গত ছয় বছর ধরে পরিবারসহ এখানে বসবাস করছিলেন তিনি। তার স্বামীর বৈধ পাসপোর্ট রয়েছে। তিনি চিকিৎসা ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গার সরোজগঞ্জে উদ্যোক্তাদের ৫দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.