বিশিষ্ট রাজনীতিবিদ আনোয়ার হোসেনের ১৪ম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার: বিশিষ্ট রাজনীতিবিদ গণমানুষের তুখোড় নেতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের আজ ১৪ম মৃত্যুবার্ষিকী। ২০০৯ সালের আজকের এ দিনে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুবার্ষিকীতে পারিবারিকভাবে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। আনোয়ার হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর নীলমণিগঞ্জের কৃতিসন্তান আনোয়ার হোসেন একসময় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অন্যতম সহচর ছিলেন। লালটুপি সংগঠিত করতে বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলে আনোয়ার হোসেনের অবদান অনস্বীকার্য। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে দত্তনগর খামারসহ বিভিন্ন এলাকায় তার রয়েছে গৌরবগাঁথা অবদানের অমোচনীয় ইতিহাস। পরবর্তীতে তিনি জাতীয়তাবাদী দল বিএনপির সাথে যুক্ত হন। বিএনপির গোড়াপত্তনে চুয়াডাঙ্গায় রয়েছে তার বহু অবদান। অবশ্য মাঝে কিছুদিন তিনি জাতীয় পার্টির চুয়াডাঙ্গার কা-ারি হন। চুয়াডাঙ্গা-১ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে সংসদ নির্বাচনেও অংশ নেন আনোয়ার হোসেন। জীবনের শেষ দিনগুলোতে তিনি জাতীয়তাবাদী দল বিএনপিতে থাকলেও মাওলানা ভাসানীর আদর্শ বাস্তবায়নে সকলকে উদ্বুদ্ধ করে গেছেন। বিএনপির জেলা সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করাকালেই ২০০৯ সালে চুয়াডাঙ্গা বাজারপাড়াস্থ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চুয়াডাঙ্গা জান্নাতুল মওলা কবরস্থানে তার বন্ধু আতিউর রহমানের পাশেই সমাহিত করা হয় তাকে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More