মাথাভাঙ্গা মনিটর: ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলার মুখে একাধিকবার বাধ্যতামূলকভাবে বাস্তুচ্যুত হয়েছে গাজাবাসী। খান ইউনুসসহ উপত্যকার বিভিন্ন স্থানে নতুন করে হামলায় আরও একবার বাস্তুচ্যুতির ঝুঁকিতে পড়েছেন তারা। এমনকি এলাকা ছাড়তে চাওয়া নারী-পুরুষ ও শিশুদের লক্ষ্য করে গুলিও চালানো হচ্ছে। এতে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। দক্ষিণ রাফায় ব্যবহার্য জিনিসপত্রসহ এলাকা ছাড়তে চাওয়া নারী, পুরুষ ও শিশুদের একটি দলের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে কয়েকজন নিহত এবং বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হন। এদিকে রোববার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দখলদার দেশটির হামলায় অন্তত ৪১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.