মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশ-ভারত সীমান্তের ভারতীয় অংশে একটি আমবাগানে চারটি গোপন বাঙ্কারের খোঁজ পেয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সেই বাঙ্কার থেকে কোনো অস্ত্র-গোলাবারুদ নয়, উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে নিষিদ্ধ ফেনসিডিল। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জের মাজদিয়ায়। জানা গেছে, গত শুক্রবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা গোপন সূত্রে বাঙ্কারের খবর পান। রাতেই সেই আম বাগানে তল্লাশি অভিযান শুরু করে বিএসএফ। এসময় মাটির নিচে তিনটি বাঙ্কারের সন্ধান পায় তারা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা অনুমান করেন, আম বাগানে মাটির নিচে আরও বাঙ্কার থাকতে পারে। এ কারণে শনিবার সকাল থেকে আবারও শুরু হয় তল্লাশি অভিযান। তাতে আরও একটি লোহার বাঙ্কারের খোঁজ মেলে। এটি ছিল প্রায় ১০ ফুট চওড়া ও ১৫ ফুট লম্বা, উচ্চতায় প্রায় ৮ ফুট।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.