মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফ বি আই এর প্রধান হিসেবে ভারতীয় বংশোদুত ‘ক্যাশ প্যাটেলকে’ চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ক্যাশ প্যাটেলের মনোনয়ন চূড়ান্ত হয়। সোর্স বিবিসি ও আল জাজিরার। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাশ প্যাটেল হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ ভগবত গীতায় হাত রেখে এফবিআইয়ের প্রধান হিসেবে শপথগ্রহণ করেছেন।
হোয়াইট হাউজের প্রাঙ্গণে আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস ভবনে শপথ গ্রহণের সময় ক্যাশ প্যাটেলের পরিবারও উপস্থিত ছিলেন। ক্যাশ প্যাটেলকে শপথ পাঠ করান মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি।
শপথ নেওয়ার পর প্যাটেল জানান, এটি আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমার মনে হয়, ওই পদে ও (প্যাটেল) সেরা হতে চলেছে।
হোয়াইট হাউজে ট্রাম্পের প্রথম মেয়াদে প্যাটেল (৪৪) যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় গোয়েন্দা পরিচালক, উভয়ের উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। তিনি ফেডারেল পাবলিক ডিফেন্ডার ও ফেডারেল কৌঁসুলি হিসেবেও কাজ করেন। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ও অনুগত প্যাটেল খোলাখুলিভাবে এফবিআইয়ের সমালোচনা করে আসছেন। তিনি যুক্তরাষ্ট্রে ‘ডিপ স্টেটের’ (রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র) অস্তিত্ব রয়েছে, এমন ধারণা জোরেশোরে প্রচার করেছেন। ক্যাশ প্যাটেলের ‘গভর্নমেন্ট গ্যাংস্টারস’ নামে লেখা একটি বই রয়েছে। সেখানে তিনি ডিপ স্টেটের বিরুদ্ধে লিখেছেন। এফবিআই ও মার্কিন বিচার বিভাগ ঘিরে ট্রাম্প যে উদ্দেশ্য বাস্তবায়ন করতে চান, তার সমর্থকেরা নির্বাচনে ক্যাশ প্যাটেলের পক্ষে ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.