আলমডাঙ্গা ব্যুরো: পুলিশ সদর দপ্তরে সহকারী পুলিশ মহাপরিদর্শকের দায়িত্ব সামলাচ্ছেন আলমডাঙ্গার সন্তান মীর আবু তৌহিদ। ইতোপূর্বে তিনি পুলিশ সদর দপ্তরে পুলিশ সুপার ( এসপি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল ১৮ জুন থেকে তিনি পুলিশ সদর দপ্তরে সহকারী পুলিশ মহাপরিদর্শকের দায়িত্বভার গ্রহণ করেন। মীর আবু তৌহিদ আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের মীর সরোয়ার উদ্দীনের ছেলে। তিনি বিসিএস ২৫ তম ব্যাচে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে চাকুরীতে যোগ দেন।
সাহসিকতা ও সেবায় পর পর দু বছর তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম ( বাংলাদেশ পুলিশ মেডেল) অর্জন করেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ