মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের উত্তর ওয়াজিরিস্তানে বিদ্রোহীদের অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, শনিবার রাতে পাক-আফগান সীমান্তের উত্তর ওয়াজিরিস্তানের হাসান খেল এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করে বিদ্রোহীরা। বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনী অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয় এবং অভিযানের সময় ৮ জন নিহত হয়। এ সময় অনুপ্রবেশের চেষ্টারত ৪ জন আহত হয়। আইএসপিআর বলছে, পাকিস্তান ক্রমাগত আফগান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কার্যকর সীমান্ত ব্যবস্থাপনার দাবি জানিয়ে আসছে, আশা করা যায় আফগান অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব পালন করবে। আইএসপিআর জানিয়েছে, আফগান সরকার পাকিস্তানের বিরুদ্ধে আফগান মাটি ব্যবহারের অনুমতি দেবে না বলে আশা করে পাকিস্তান।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.