কার্পাসডাঙ্গা প্রতিনিধি:
দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে জেলা প্রশাসনের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবির পণ্য সামগ্রী বিক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে নাটুদাহ ইউনিয়ন পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয়ের উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, নাটুদাহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, ইউপি সচিব রায়হান মাহমুদ, ইউপি সদস্য মনিরুল ইসলাম, সাখাওয়াৎ হোসেন, মনিরুল ইসলাম, খলিলুর রহমান, আনিছুর রহমান, ছাত্রলীগ নেতা লিজন শেখ প্রমুখ। উপকারভোগী পরিবারের মাঝে প্রতি লিটার ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল দেয়া হয়।