কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে নেশার টাকা না পেয়ে ছেলের ধাক্কায় জিন্নাতুন নেছা (৬২) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক ছেলে মামুন (৪০) আটক করে পুলিশে সোপর্দ করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় দৌলতপুর থানা পুলিশ।
নিহত জিন্নাতুন নেছা উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাদাপুর গোরস্থানপাড়া গ্রামে মৃত আবুল হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় মামুন সকালেও তার মা জিন্নাতুন নেছার কাছে নেশা করার জন্য টাকা চাই। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে এ নিয়ে মা ও ছেলের মধ্যে বাকবিত-া হতে থাকে। একপর্যায়ে নেশাগ্রস্থ ছেলে মামুন তার মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে ঘটনাস্থলেই মা জিন্নাতুন নেছা প্রাণ হারান। খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে ঘাতক মামুনকে আটক করে পুলিশকে খবর দেয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহাদত হোসেন জানান, দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মর্গে প্রেরণ করেছে এবং ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ