দামুড়হুদা অফিস: দামুড়হুদা বাসস্টান্ড এলাকায় ৫ জনের কাছ থেকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেল সাড়ে ৩টা দিকে দামুড়হুদা উপজেলা সদরের বাসস্টান্ড এলাকায় অভিযান চালিয়ে ৫ জন মটরযান চালককে ৯শ টাকা জরিমানা করেন আদালতের বিচারক।
আদালতসূত্রে জানা যায়, রোববার বিকেলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক দিলারা রহমান বাসস্টান্ড এলাকায় আদালত পরিচালনা করে সড়ক পরিবহন আইনে ডাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অপরাধে ৫জন মোটরসাইকেল চালককে ৯শ’ টাকা জরিমানা করেন। প্রত্যেকে তাদের জরিমানার টাকা পরিশোধ করে মুক্ত হয়। আদালত পরিচালনা কাজে সহযোগিতা করে উপজেলা নির্বাহী অফিসের পেশকার জিহন আলি, দামুড়হুদা মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ