দামুড়হুদা অফিস: আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে দামুড়হুদায় টিসিবি’র পণ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে টিসিবির পণ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলির সভাপতিত্বে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য শফিউল কবীর ইউসুফ। এসময় অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের ট্যাগ অফিসার সেলিম রেজা, ইউপি সদস্য নুরুল ইসলাম, হাসান আলি, আব্দুল আলিম সহ সকল সদস্যবৃন্দ। দামুড়হুদা সদর ইউনিয়নের ১হাজার ২৩১জন উপকারভোগী পরিবারকে ভর্তুকি মুল্যে টিসিবির পন্য সরবরাহ করা হবে। প্রতিটি প্যাকেজে থাকছে ১১০টাকা লিটার মুল্যে ২লিটার সোয়াবিন তেল, ৫৫টাকা কেজি মুল্যে ২কেজি চিনি ও ৬৫টাকা কেজি মুল্যে ২কেজি মসুর ডাল।
দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলি জানান, আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। খুবই সুশৃংখলভাবে উপকার ভোগীরা টিসিবির পণ্য সামগ্রী সংগ্রহ করছেন। এবার দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের মাধ্যমে ১হাজার ২৩১জন উপকারভোগী পরিবার কে ভর্তুকি মূল্য টিসিবির পণ্য সরবরাহ করা হবে।