চুয়রডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামে গর্তের পানিতে পড়ে জুবায়ের হোসেন (০২)বছর নামে এক শিশুর মৃত্যু হয়েছে।জুবায়ের হেসেন নতুন বাস্তপুর গ্রামের তহিজুল ইসলামের ছেলে।রোববার বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ীর পাশের এক গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তহিজুলের প্রতিবেশীরা জানায়,শিশু জুবায়ের বাড়ীতে না থাকায় তার পরিবারের লোকজন খোঁজা খুঁজি করতে থাকে। এর এক পর্যায়ে বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ীর পাশের একটি ছোট গর্তের পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।সকলের ধারনা শিশুটি বাড়ীর সকলের অজান্তে খেলতে খেলতে কোন এক সময় বাড়ীর বাইরের গর্তে পড়ে তার মৃত্যূ হয়েছে।
এছাড়া, আরও পড়ুনঃ