দামুড়হুদার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
দামুড়হুদা অফিস:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতুন হাউলি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আব্দুল্লা নামে (০৫) বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। আব্দুল্লা নতুন হাউলি মাঠপাড়া গ্রামের ভ্যানচালক সুজন আলির ছেলে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নীজ বাড়ীতে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে শিশু আব্দুল্লা তার বসত ঘরের পাশে টিউবয়েলে পানি খেতে যায়। এসময় আগে থেকে বিদ্যুৎতায়িত হয়ে থাকা টিনের ছাউনি ও টিনের বেড়া দেওয়া বসত ঘরের বেড়ায় হাত দিলে সে স্পৃষ্ট হয়। এসময় তার মা লতা খাতুন তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে দমুড়হুদা উপজেলা স্বাস্থ্য কম-প্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। দুই ভাই বোনের মধ্যে আব্দুল্লা ছিলো বড়। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েছে।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কম-প্লেক্সের কর্মরত চিকিৎকস ডাঃ শারমিন জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।