দামুড়হুদা অফিস: দামুড়হুদা মডেল থানার ধর্ষণ মামলার আসামি মোস্তফা কামালকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ১টার সময় ধর্ষক মোস্তফা কামালকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ধর্ষক মোস্তফা কামাল দামুড়হুদা উপজেলার পুরাতন হাউলী গ্রামের মৃত আজহার আলীর ছোট ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কেয়ামত আলী জানান, গত ২০১৯ সালের নভেম্বর মাসে পুরাতন হাউলী গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী মুক্তি খাতুনকে (৩০) ফুঁসলিয়ে ঢাকাতে নিয়ে যায় একই গ্রামের মৃত আজহার আলীর ছেলে মোস্তফা কামাল। সেখানে বাসা ভাড়া নিয়ে স্বামী -স্ত্রী পরিচয়ে দীর্ঘদিন যাবত বসবাস করে তারা। এর কয়েক মাস পর মুক্তি খাতুনকে ঢাকায় রেখে পালিয়ে গ্রামে আসে মোস্তফা কামাল। পরে মুক্তি খাতুন ঢাকা থেকে ফিরে এসে মোস্তফা কামালকে বিয়ের কথা বললে সে তাকে বিভিন্নভাবে এড়িয়ে যায় এবং বিয়ে করতে অস্বীকার করে। পরে মুক্তি খাতুন কোনো কুল কিনারা না পেয়ে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার সময় বাদি হয়ে মোস্তফা কামালের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে গতকালই দামুড়হুদা মডেল থানা পুলিশ ধর্ষক মোস্তফা কামালক গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল খালেক ধর্ষক আটকের সত্যতা নিশ্চিত করেছেন।