স্টাফ রিপোর্টার: দেশে বিরাজমান দাবদাহ বুধবার আরও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। টানা তিন দিন ধরে দেশের ৭০ শতাংশ এলাকাজুড়ে এই দাবদাহ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস- যা রেকর্ড করা হয়েছে সীতাকু-ে। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। চলতি মৌসুমে এটাই সর্বোচ্চ তাপমাত্রা। মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস। রাতে এই তাপমাত্রা আরেকটু বাড়বে। আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, টানা তিন দিন ধরে এই দাবদাহ অব্যাহত রয়েছে। আরও দু’দিন তাপমাত্রা বাড়ার প্রবণতা রয়েছে। আবহাওয়াবিদ বলেন, মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগসহ রাজশাহী এবং পাবনা অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে। চলতি মাসের শেষ ঢাকা, ঢাকার দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন এই দাবদাহ কমে আসবে। এর আগে আবহাওয়া অধিদফতর তাদের পূর্বাভাসে বলেছিলো, মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলে এক থেকে দুটি মৃদু (সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে।