দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানের মায়ের ইন্তেকাল

স্বামীর কবরের পাশে দাফন \ এমপি টগরের শোক প্রকাশ
দর্শনা অফিস ঃ দর্শনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বর্ষিয়ান আ.লীগ নেতা প্রয়াত শামসুল ইসলামের স্ত্রী মমতাজ বেগম আর নেই। গতকাল মঙ্গলবার দুপুর দুটোর দিকে দর্শনা ইসলামপাড়াস্থ বাসভবনে বাধ্যর্কজনিত রোগে ভুগে ইন্তেকাল করেছেন মমতাজ বেগম (৮০)। (ইন্না … রাজিউন)। প্রয়াত স্বামীর কবরের পাশেই দাফন করা হলো স্ত্রীকে।

দর্শনা পৌরসভার ৩ বারের মেয়র, পৌর আ.লীগের সভাপতি মতিয়ার রহমান, দর্শনা সিএ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বিশিষ্ঠ ঠিকাদারী ব্যবসায়ী আতিয়ার রহমান হাবু’র মা ও দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি টিপু সুলতানের শাশুরী মমতাজ বেগম মৃত্যুকালে ৩ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। পৌর মেয়র মতিয়ার রহমানের মায়ের মৃত্যু খবরে গোটা শহরেই নেমে আসে শোক। আছর বাদ দর্শনা কেরুজ বাজার মাঠে অনুষ্ঠিত জানাযার নামাজে মুসলি­দের ঢল নামে। জানাযা শেষে ঈশ্বরচন্দ্রপুর গোরস্থানে প্রয়াত চেয়ারম্যান শামসুল ইসলামের কবরের পাশেই দাফন করা হয়েছে মমতাজ বেগমের লাশ। জানাযা ও দাফনে উপস্থিত থেকে গভীর শোক প্রকাশ করে শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, আ.লীগ নেতা প্রফেসর নজরুল ইসলাম, দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান, ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, সোহরাব হোসেন খান, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা প্রমুখ। মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন বড় ছেলে পৌর মেয়র মতিয়ার রহমান।।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More