গড়াইটুপি প্রতিনিধি: উপসর্গ নিয়ে ঢাকা থেকে ফেরা আব্দুল আজিজের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত মঙ্গলবার রাতে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। তবে হদিস মিলছে না করোনা আক্রান্ত চুয়াডাঙ্গার গবরগাড়া গ্রামের আব্দুল আজিজের। নমুনা দেয়ার পর থেকেই তিনি গাঢাকা দিয়েছেন। তার খবর জানেন না পরিবারের লোকজনও। এর আগে গত ২৩ জুন জ্বর, গলাব্যথা, সর্দি নিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরেন আব্দুল আজিজ। উপসর্গের বিষয়টি গোপন করায় করোনার ভয়ে চলে গেছে তার স্ত্রী।
জানা গেছে, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত ২৩ জুন ঢাকা থেকে বাড়ি ফেরেন চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গবড়গাড়া গ্রামের বাজারপাড়ার আলী হোসেনের ছেলে আব্দুল আজিজ। উপসর্গ থাকলেও বিষয়টি গোপন করে কোনোপ্রকার স্বাস্থ্যবিধি না মেনে এলাকায় অবাধে ঘোরাফেরা শুরু করেন তিনি। গ্রামবাসী তাকে একাধিকবার করোনা টেস্ট করার কথা বললেও তাতে কোনো কর্ণপাত করেননি তিনি। পরে বিষয়টি চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগকে অবগত করা হলে গত রোববার আজিজকে নমুনা দেয়ার জন্য বলা হয়। এরইমধ্যে উপসর্গের বিষয়টি গোপন করায় করোনা আক্রান্ত হওয়ার ভয়ে আজিজকে ছেড়ে চলে যায় তার স্ত্রী। পরে বিষয়টি জানাজানি হলে গত ২৮ জুন দৈনিক মাথাভাঙ্গায় ‘চুয়াডাঙ্গার গবরগাড়ায় করোনা উপসর্গ গোপন করার অভিযোগ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ হয়। পরদিন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গিয়ে করোনা টেস্টের নমুনা দেন আব্দুল আজিজ। তারপর থেকে আর কোনো হদিস মেলেনি তার। গত মঙ্গলবার রাতে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। গতকাল বুধবার আজিজের করোনা আক্রান্তের বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বাস্থ্যবিধি না মেনে আজিজের অবাধে চলাফেরার কারণে গ্রামের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ