মাথাভাঙ্গা মনিটর: ক্যারিবীয় দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রে রাজধানী সান্তো ডোমিঙ্গোর একটি নাইটক্লাবের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২২১জনে। বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার ও মরদেহ খোঁজার কাজ শেষ হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘটনাটি ঘটে মঙ্গলবার প্রথম প্রহরে, জনপ্রিয় মেরেংগে গায়ক রুবি পেরেজের কনসার্ট চলছিল ‘জেট সেট’ নামের ওই নাইটক্লাবে। ‘জেট সেট’ সান্তো ডোমিঙ্গোর একটি জনপ্রিয় নাইটক্লাব। প্রতি সোমবার সন্ধ্যায় সেখানে কনসার্টের আয়োজন করা হত। অনেক রাজনীতিবিদ, ক্রীড়াবিদ এবং বিভিন্ন ক্ষেত্রের তারকারাও সেখানে উপস্থিত থাকতেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.