স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলা বিএমএ সভাপতি ও ডাঃ শামীমা সুলতানার স্মামী বীর মুক্তিযোদ্ধা ডাঃ এ বি এম সিদ্দুকুল ইসলাম নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা পপুলার হাসপাতালে বৃহস্পতিবার সন্ধায় মৃত্যুবরন করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি’উন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তানের জনক। অবসরের আগে তিনি সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের এসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। শুক্রবার বাদ জুম্মা ঝিনাইদহ মুক্তিযোদ্ধা স্মৃতি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে স্থানীয় পৌর গোরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে ঝিনাইদহ জেলা বিএমএ,এর সাবেক সেক্রেটারি ডাঃ দুলাল কুমার চক্রবর্তী,বর্তমান সেক্রেটারি ডাঃ রাশেদ আল মামুন, জয়েন সেক্রেটারি ডাঃ প্রসেনজিত বিশ্বাস পার্থ শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ