কালীগঞ্জ(ঝিনাইদহ)সংবাদদাতা: ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ডাঃ সুলতান আহমেদ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা আক্রান্ত সাংবাদিক বর্তমানে সুস্থ আছেন। তিনি বলেছেন, গত ৩ দিন আগে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। রোববার সকালে রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে নিজ বাড়িতেই হোম আইসলেশনে রয়েছি।
উল্লেখ্য, সাংবাদিক মিশন হোসেন একাত্তর টেলিভিশনের কালীগঞ্জ উপজেলা সংবাদদাতা ও দৈনিক যশোরের স্টাফ রিপোর্টার। ঝিনাইদহ জেলার নতুন করে ২৪ ঘন্টায় কালীগঞ্জের এক সাংবাদিকসহ ২০ জন করোনায় আক্রান্তÍ হয়েছে । এ পর্ষন্ত জেলায় মোট ১৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডা: সেলিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
কুষ্ঠিয়া পিসিআর ল্যাব থেকে ৬৭ টি রিপোর্ট এসেছে এর মধ্যে ২০ টি পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ৮ জন , কালীগঞ্জ উপজেলায় সাংবাদিক সহ ৯ জন, , ও শৈলকূপা উপজেলায় ৩ জন, রিপোর্টে করোনা পজেটিভ এসেছে। আক্রান্তদের বাড়ীতে হোমসলেশনে রাখা হয়েছে