ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পৃথক দুটি দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। মোটরসাইকেল আরোহী সাগর আহমেদ (২৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৩ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি কোটচাঁদপুর কুশনা ইউনিয়নের বহরমপুর গ্রামের আলমগীর হোসেন খোকনের ছেলে। তিনি বৃটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানীতে এসআর পদে কর্মরত ছিলেন। মঙ্গলবার সন্ধায় শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেল আরোহী সাগরের সংঘর্ষ হয়। তাকে উন্নত চিকিতসার জন্য ঢাকাতে ভর্তির করা হয়। পরে তিনি মারা যান।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ