ডেস্ক নিউজ:
ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের রাস্তার পাশ থেকে সোনিয়া খাতুন (২৫) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বাজার গোপালপুর-চোরকোল সড়কের বালির গর্ত নামক স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহম্মদ সোহেল রানা জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সকাল ১১ টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে তার হাতের ছাপ থেকে এন আইডি নাম্বারের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
তিনি আরও জানান, সোনিয়া মানসিক ভারসাম্যহীন ছিল বলে তার পরিবারের কাছ থেকে জানা গেছে। তবে তার মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। যে কারণে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।