ঝিনাইদহে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর। আজ শনিবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে তিনি মারা যান। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আইয়ুব আলী জানান, ২৭ মে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। আজ সকালে তিনি মারা যান। মারা যাওয়ার আগেই করোনা সন্দেহে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের করোনা কমিটির তত্ত্বাবধানে ওই ব্যক্তির লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ