ঝিনাইদহ প্রতিনিধি: করোনার উপসর্গ নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তির পর পারভিন বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি হাসপাতাল থেকে সরে পড়ার পর মারা গেছেন বলে হাসাতালের তত্ত¡াবধায়ক দাবি করেছেন। তিনি বলেছেন, বুধবার রাত ১১টার দিকে পারভিন বেগম হাসপাতালে ভর্তি হন। তার করোনার উপসর্গ ছিল। বৃহস্পতিবার ( ১৪ মে) সকালে তার নমুনা পরীক্ষার কথা ছিল। কিন্তু তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, পারভিন বেগম হাসপাতাল থেকে পালানোর পর পথে মারা যান। তার বাড়ি লকডাউন করা হয়েছে। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে করোনার উপসর্গ নিয়ে ঢাকা থেকে আসা শুকুর আলি নামে এক ব্যক্তি মারা গেছেন। তারও নমুনা সংগ্রহ করা হয়েছে। শুকুর আলীর শ্বশুরবাড়ি লকডাউন করা হয়েছে।