মাথাভাঙ্গা অনলাইন: ঝিনাইদহ জেলায় গত ২৪ ঘন্টায় একজন স্বাস্থ্য কর্মীসহ আরও ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ঝিনাইদহ জেলায় মোট করোনা আক্রান্ত হলো ১০ জন। গতকাল এ জেলায় প্রধম দু জনের করোনা শনাক্ত হয়।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, আক্রান্তদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ৩জন, শৈলকুপা উপজেলায় একজন, কালীগঞ্জ উপজেলায় দুজন, কোটচাঁদপুর উপজেলায় একজন ও মহেশপুর উপজেলায় একজন রয়েছে। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মী ও মহেশপুর উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালক আক্রান্ত হয়েছেন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। আজ রিপোর্ট পজেটিভ এসেছে।