ঝিনাইদহ প্রতিনিধি: নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঝিনাইদহে আজ থেকে আবারো জরুরি পরিষেবা ও নিত্যপণ্য বাদে সব দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বিকালে জেলা দোকান মালিক সমিতির পক্ষ থেকে মাইকিং করে এ ঘোষণা দেয়া হয়। জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম মন্টু জানান, করোনার কারণে দেড় মাস পর ১০ মে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়া হয়। কিন্তু ক্রেতা ও বিক্রেতারা স্বাস্থ্যবিধি না মেনে পোশাকসহ বিভিন্ন পণ্যের দোকানে ভিড় করছেন। পাশাপাশি বসে গাদাগাদি করে কেনাবেচা করা হচ্ছে। অনেক দোকানে মাস্ক ও হ্যান্ড গ্লাভস না পরেই পণ্য বিক্রি করছেন বিক্রেতারা। এ কারণে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের পরামর্শে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আজ থেকে জরুরি পরিষেবা ও নিত্যপণ্য বাদে বাকি সব ব্যবসাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
ভার্চ্যুয়াল আদালতে ২৪৭ শিশুর জামিন : অভিভাবকের কাছে ফিরলো ১৭৪
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ