ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহে পাচারের সময় ৯ কেজি ১শ’ গ্রাম রূপাসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সদর উপজেলার সাধুহাটি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-চুয়াডাঙ্গার জীননগর উপজেলার গয়েশপুর গ্রামের রফিউদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩৮) ও সুন্নত আলীর ছেলে শাহজাহান আলী (৪০)।
ঝিনাইদহের ডিবি ওসি আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ হয়ে বাসযোগে রূপা পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সাধুহাটি এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এসময় ঝিনাইদহগামী একটি যাত্রীবাহি বাস তল্লাশি করে সন্দেহজনক শাহজাহান আলী ও সাইফুল ইসলাম নামের দুজনকে আটক করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ৯ কেজি ১শ’ গ্রাম রূপা। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ