বাজার গোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার জিয়ালা গ্রামের কৃষক লিটন হোসেন (৫৫) দুই সন্তানের জনকের বজ্রপাতে আকাল মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের নুর ইসলামের ছেলে।
জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়নের জিয়ালা গ্রামের নুর ইসলামের ছেলে কৃষক লিটন হোসেন গ্রামের মাঠে ধানের চারা রোপণ করছিলেন। দুপুরে বৃষ্টি সাথে বজ্রপাত হলে মারা যান তিনি। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পূর্ববর্তী পোস্ট
এডহক কমিটি দিয়ে চলছে বছরের পর বছর মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা
এছাড়া, আরও পড়ুনঃ