জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন ৮ জন। গতকাল শুক্রবার মনোনয়ন চেয়ে আবেদনের শেষ দিনে পৌর আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর এ আবেদনপত্র জমা দেন মনোনয়ন প্রত্যাশীরা। নির্বাচনের তফশিল ঘোষণার পর এ আবেদনপত্র যাচাই-বাছাই করে চুড়ান্ত মনোনয়নের জন্য সুপারিশ করে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করা হবে বলে জানা গেছে।
জীবননগর পৌর আওয়ামী লীগ সূত্রে জানা যায়, গতকাল মনোনয়ন চেয়ে আবেদনের শেষ দিনে বিকেল ৪ টা পর্যন্ত ৮ জন দলীয় মনোনয়ন চেয়েছেন। এরা হচ্ছেন পৌর আওয়ামী লীগের সভাপতি গত পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসির উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম রফি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম ফেরদৌস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর সোয়েব আহাম্মদ অঞ্জন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মিন্টু ও নারায়ণপুর ২নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক রফিকুল হাসান ঝন্টু। পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন জীবননগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়ে ওই ৮ জনের আবেদনপত্র জমাদানের তথ্য দৈনিক মাথাভাঙ্গাকে নিশ্চিত করেছেন।