জীবননগরে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ উদ্বোধনকালে ডিসি
রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের উৎপাদন করলে খরচ অনেক কম পড়ে
জীবননগর ব্যুরো: জীবননগরে সমলয় চাষাবাদ করতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরা ধানের চারা রোপণের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার মনোহরপুর মাঠে ব্লক প্রদর্শিত ১৫০ বিঘা জমিতে ২০২৪-২০২৫ অর্থবছরের পুনর্বাসন সহায়তা খাতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে এ চারা রোপণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে মনোহরপুর মাঠে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি অধিদপ্তর চুয়াডাঙ্গার অতিরিক্ত উপ-পরিচালক দেবাশীষ কুমার দাস, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমীন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এ পদ্ধতিতে ধান চাষাবাদ করলে উৎপাদন ব্যয় যেমন কম হবে, তেমনি ফলনও বৃদ্ধি পাবে। প্রতি বিঘা রোপণ করতে যেখানে ১০ কেজি ধানের চারা লাগে, সেখানে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা লাগে মাত্র ৪ কেজি। কৃষি শ্রমিক লাগে মাত্র ১জন। খরচ কমাতে ধান চাষিদের কৃষি শ্রমিক ছাড়াই রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ করার ও হার্ভেস্টিং মেশিনের মাধ্যমে ধান কাটা ও মাড়াই করে ঘরে তোলার জন্য উপস্থিত কৃষকদের প্রতি উদাত্ত আহ্বান জানান প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষক মাসুদুর রহমান স্বপন ও রাজেদুল ইসলাম।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.