জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই পলাতককে গ্রেফতার করেছে। গত পরশু বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেহাটির সাজিমতুল্লাহ শিপনকে উথলী ও মফিজ বিশ^াসকে দেহাটি হতে গ্রেফতার করা হয়। জীবননগর থানা সূত্রে জানা যায়, উথলী বাজারপাড়ার রহমতুল্লাহ সেলিমের ছেলে সাজিমতুল্লাহ শিপন আদালত হতে এক বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত ও ৫ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত আসামি। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওসি এসএম জাবীদ হাসানের নির্দেশে এএসআই সবুজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উথলীর নিজ বাড়ি হতে রাত দেড়টার দিকে তাকে গ্রেফতার করেন। অপর দিকে দেহাটি বাজারপাড়ার আমিরুল ওরফে খোকা বিশ^াসের ছেলে মফিজ বিশ^াস আদালত হতে এক বছরের সশ্রম কারাদন্ডে ও এক হাজার টাকা অর্থেদন্ডে দন্ডিত আসামি। তিনিও গ্রেফতার এড়াতে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মফিজকেও তার দেহাটির নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার তাদেরকে চুয়াডাঙ্গার সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয় বলে ওসি এসএম জাবীদ হাসান নিশ্চিত করেছেন।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.