স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি আগামীকাল বৃহস্পতিবার ৩ দিনের সফরে মেহেরপুর আসছেন। ৫ মার্চ শুক্রবার প্রতিমন্ত্রীর সফরের প্রথম দিনে মেহেরপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় বিএডিসি কর্তৃক আয়োজিত আলু বীজ ফসলের মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাঠ দিবসের উদ্বোধন করবেন। ওইদিন বিকেলে মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে যাদুখালী মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ৬ মার্চ শনিবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বঙ্গবন্ধু মিনি ম্যারাথন দৌড়ের জেলা পর্যায়ের উদ্বোধন করবেন। এর পরপরই তিনি মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগদান করবেন। দুুপুর ৩টার সময় মেহেরপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগের উদ্বোধন করবেন। ৭ মার্চ রোববার প্রতিমন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে শান্তি ফিরেছে শাহাবুল-আছমিনার সংসারে
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ