দর্শনা অফিস: সম্প্রতি শেষ হলো জুন ক্লোজিংয়ে হিসাব-নিকাশ। এ হিসাব-নিকাশে জনতা ব্যাংক দর্শনা শাখায় ৭ লাখ টাকা গড়মিল হয়ছেে বলে খবর ছড়িয়েছে। ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও গুঞ্জন উঠেছে। এর সত্যতা জানার জন্য ব্যাংকের একাধিক কর্মকর্তা-কর্মচারীর কাছে জানতে চাইলে তারা কৌশলে এড়িয়ে যাচ্ছেন। এ খবর দর্শনা টপ অফ দ্যা টাউনে পরিণত হলেও সঠিত তথ্য দিচ্ছেন না কেউ। এ ব্যাপারে জানার জন্য ব্যাংকের ব্যবস্থাপককে একাধিকবার ফোন করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে। তবে কেউ কেউ বলেছে, ব্যাংকের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার আশঙ্কায় কর্মকর্তারা এড়িয়ে গিয়ে গোপনে তদন্ত করছে। তবে কি গুঞ্জন নাকী গুজব তা সকলের কাছে অস্পষ্ট।
পূর্ববর্তী পোস্ট
দর্শনায় করোনা প্রতিরোধে মাঠে নামলেন উপজেলা চেয়ারম্যান পৌর মেয়র ও ওসি
এছাড়া, আরও পড়ুনঃ