মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে ছেলের চাকরির টাকা ফেরত না পেয়ে ভ্যানচালক ইলিয়াস (৬৫) বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার পৌরসভাধীন পাতিবিলা গ্রামের মৃত হাসান আলীর
প্রতিবেশীরা জানান, নিহত ইলিয়াস হোসেন ভ্যান চালিয়ে একমাত্র ছেলে মামুনকে ইংরেজিতে এমএ পাস করান। সুখের আশায় অনেক কষ্টে দায়দেনা করে ৪ লাখ টাকার বিনিময়ে ছেলেকে পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলার মোহাম্মদ আলী কলেজে চাকরিতে দেন। দীর্ঘদিন ওই কলেজে শ্রম দিয়েও ছেলের বেতন হয়নি। ছেলে মামুন বর্তমানে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এদিকে বিভিন্ন ঋণের দায়ে পিতা অত্যন্ত আর্থিক সংকটে দিন যাপন করছিলেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাড়িতে বিষপান করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। গতকাল মঙ্গলবার সকালে যশোর নেয়ার পথে তিনি মারা যান। মহেশপুর সদর ফাঁড়ির এসআই হাফিজুর রহমান জানান, বিষপানে ইলিয়াসের মৃত্যু হয়েছে। সুরতহাল রিপোর্ট করার জন্য তিনি নিহতের বাড়িতে অবস্থান করছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ