সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার হাসনহাটি গ্রামের বাসুদেব বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাসুদেব বিশ্বাস (৩৫) হাসনহাটি গ্রামের আনান্দ বিশ্বাসের ছেলে। বাসুদেব স্ত্রী হত্যার আসামি। জেল খেটে কয়েকদিন আগে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন।
পরিবারের সদস্যরা বলেছেন, বাসুদেবের স্ত্রী জয়া বিশ্বাসের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জয়ার পিতা বাদী হয়ে বাসুদেবকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। এ মামলায় গত ২০ আগস্ট আদালতে উপস্থিত হয়ে বাসুদেব আত্মসমর্পণ করেন। ২৭ আগস্ট জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরেন বাসুদেব। গত ২০ সেপ্টেম্বর দুপুরে বাসুদেব বিষপান করে অসুস্থ হয়ে পড়লে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল দুপুর ২টার দিকে মারা যান বাসুদেব। এ রিপোট লেখা পর্যন্ত বাসুদেবের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রাখা ছিলো। আজ ময়নাতদন্ত শেষে সতকার সম্পন্ন করা হবে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ